মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন
বিক্রির উদেশ্যে নিয়ে যওয়া বিরল প্রজাতির ‘লাল বালি বোরা’ সাপটি শেষ উদ্ধার করেছে বন দফতর। সাপটি ভারতের মধ্যপ্রদেশের সেহর জেলা থেকে নরসিংহগড়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ জনকে গ্রেফতার করা করে পুলিশ। তাদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক। বিরল ওই সাপের দাম আনুমানিক ১ কোটি ৪৮ লাখ টাকা বলে জানিয়েছেন বন দফতরের কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, সাপটি বিরল ও বিষহীন। এই সাপ দিয়ে অনেক উন্নত ও দামি ওষুধ, প্রসাধনী তৈরি হয়। এই সাপ অনেকে কালা জাদুতেও ব্যবহার করেন। সে জন্য আন্তর্জাতিক বাজারে এর দাম ও চাহিদা আকাশ ছোঁয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সাপ সৌভাগ্য এনে দেয়।
পুলিশ অফিসার কৈলাস ভরদ্বাজ জানিয়েছেন, পুলিশের ইনফর্মার একজনকে ফোনে কথা বলতে শোনেন। তারা সাপ কেনাবেচার কথা বলছিল। তৎক্ষণাৎ তিনি পুলিশে খবর দেন। পুলিশ সঙ্গে সঙ্গে নরসিংহগড়ের বাসস্ট্যান্ডে পৌঁছে। সেখান থেকে প্লাস্টিক প্যাকেটে মোড়া সাপটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই পবন নগর ও শ্যাম গুরজার নামের ২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়।