রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন
কলকাতার বড়ো বড়ো ক্লাবগুলোর পক্ষে মাঠ কাঁপানো ফুটবলার রাধাকৃষ্ণন ধনরাজনের প্রাণ গেল ফুটবল মাঠেই। রবিবার সন্ধ্যায় কেরলের মালাপ্পুরম জেলায় পেরিনথালমান্নায় ‘অল ইন্ডিয়া সেভেনস টুর্নামেন্ট’-এর ম্যাচ খেলার সময় হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় কাতর হয়ে পড়েন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
২০১৩-১৪ মৌসুমে আই লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন এই প্রতিভাবান ফুটবলার। তার আগে ২০১০-১২ মৌসুমে খেলেছেন মোহনবাগানের পক্ষে। ২০১৪ সালে তাঁকে সই করায় ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানেরও আগে চিরাগ ইউনাইটেডের হয়ে ২০০৮-১০ সালে খেলেন তিনি। সন্তোষ ট্রফিতেও বাংলার প্রতিনিধিত্ব করেছেন রাধাকৃষ্ণন ধনরাজন।