রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকায় একটি দোকান থেকে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে ও জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু সরকার (২৬) এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আক্কাস আলী (৩৫)।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সাজ্জাদ হোসেন বলেন, আটক অস্ত্র ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। আবারও তারা অস্ত্র বেচাকেনা করছেন- এমন সংবাদ পেয়ে রাতে অভিযানে যায় পুলিশ। এ সময় তিনটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, ২৫টি সামুরাই, ও ছয়টি ককটেল দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে।