রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিুনর রশীদ মিল্টন, ওসি নজরুল ইসলাম, শিক্ষা অফিসার আব্দুল হাকিম, সহকারী শিক্ষা কেএম জামান। পহেলা জানুয়ারি সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ বা ‘বই উৎসব’ এর অংশ হিসেবে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও মাদ্রসা ৩১টি, কিন্ডার গার্টেন ৭টি, স্বতন্ত্র ইবতেদায়ী ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উপজেলার ২০২০ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।