মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন বছরের প্রথম দিন বুধবার পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনা মূল্যে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস। উপজেলার দক্ষিণ সোনাখালী শেখ রাসেল প্রতিবন্ধি বিদ্যালয় ঝাঁক-ঝমক ভাবে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। উপজেলা সমবায় কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ বিদ্যালয়ের ১৪৪ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে বই বিতরণ করেন।
পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেএম লতীফ ইনষ্টিটিউশন, উদয়ন মধ্যমিক বিদ্যালয়, মোমেনীয়া দাখিল মাদ্রাসা, ওহাবীয়া মাদ্রাসা, উপজেলার বাশঁবুনিয়া রাশেদীয়া মাধ্যমিক বিদ্যালয়, ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ২০৬টি সরকারী প্রাথমিক, ৫০টিকেজি স্কুল, ৪৭টি মাধ্যমিক ও ৪৮টি মাদ্রাসার ৭০হাজার ৬শ’ ৪৭জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন পাঠ্যবই।
স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,সহ-সভাপতি মো. আরিফ উল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ আহসান, ইউ আর সি কর্মকর্তা কৃষ্ণ গোপাল পরামানিক, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মো. মোস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ, মো. নাসির উদ্দিন. মাইনুল হোসেন, মো. আসিফ মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, উপজেলার ৩৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০হাজার ৬শ’ ৪৭জন শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে উৎসব করে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।