রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপসহ প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের ফোন করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে পাকিস্তানকে তিনি এ তালিকায় রাখেননি।
বুধবার নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে ফোন করেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুককে, তারপরেই ডায়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিওকেও ফোন দেন মোদি। ফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সোলিহকেও৷
ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে সাংবাদিকদের জানানো হয়, ভারতবাসীর পক্ষ থেকে প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ একইসঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে উপমহাদেশে শান্তি ও সুরক্ষাকে মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা পুনঃনির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান মোদি৷ বাংলাদেশের প্রাক্তণ হাইকমিশনার সাইদ মোয়াজ্জেম আলির মৃত্যুতে শেখ হাসিনার কাছে শোক প্রকাশও করেন মোদি৷ শেখ হাসিনাকে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে৷ ভারত সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷