সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
বর্ষবরণের রাতে গণধর্ষণের শিকার যুবতী। এবার বর্ষবরণের রাতে গাড়িতে জোর করে তুলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ঘটনাক তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায় একটি হোটেলে কাজ করতেন ওই তরুণী। মঙ্গলবার রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময় পথে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় দুই যুবক। এরপর ধনতকৈল মিনি ব্যাঙ্কের পাশে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে গিয়ে ওই তরুণীকে গাড়ি থেকে নামিয়ে জোর করে মদ্যপান করানো হয়।
তারপর সেখানেই তাঁকে দুই যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ, তাঁর উপর চলে নারকীয় অত্যাচার। ধর্ষণের পর নির্যাতিতাকে ওই স্থানেই ফেলে রেখে পালিয়ে যায় দুই অভিযুক্ত। নির্যাতিতা অভিযোগ করেছেন, এরপর কোনওমতে সেখান থেকে উঠে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। সেইসময় তাঁকে গাড়িতে তুলে ধর্ষণ করে এক গাড়িচালক। বুধবার ভোরে ধনকৈল মোড়ে অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন স্থানীয়রা।
এই ঘটনায় অভিযুক্ত গাড়িচালক ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিস। অপর অভিযুক্ত যুবক এখনও ফেরার। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
সুত্র zee 24 ঘন্টা