মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:২২ অপরাহ্ন
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব।
বুধবার ভোরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসী হলো- মহেশখালী মাতারবাড়ি এলাকার শামসুল আলমের ছেলে কাইসারুল ইসলাম (২৯) ও মোস্তাক আহমদের ছেলে মঈন উদ্দিন প্রকাশ বদাইয়া (৩১)। তারা অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও তালিকাভুক্ত সন্ত্রাসী।
মহেশখালী থানায় কাইসারুল ইসলামের বিরুদ্ধে ১১টি ও মঈন উদ্দিন প্রকাশ বদাইয়ার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
তাদের দুইজনের কাছ থেকে পাঁচটি এসবিবিএল, তিনটি ওয়ান শুটারগান, দুইটি থ্রি-কোয়ার্টার গান এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশখালী থানায় কাইসারুল ইসলামের বিরুদ্ধে ১১টি ও মঈন উদ্দিন প্রকাশ বদাইয়ার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।