রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আসলাম গাজী (৪৪) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ভর্তি করা হয়েছে।নিহত আসলাম চালিতাতলা গ্রামের ইদ্রিস গাজীর ছেলে।কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চালিতাতলা গ্রামের কাদের মোল্যা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বুধবার সকালে ওই গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ইদ্রিস গাজী, তার ছেলে আসলাম গাজী ও রিফায়েত মোল্যা আহত হন। গুরুতর আহত আসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।