রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়তই আমাদের কাজকে সহজ থেকে সহজতর করছে। দিনে দিনে দৈনন্দিন জীবনযাপনের ধারণাই বদলে দিচ্ছে প্রযুক্তির আধুনিক ছোঁয়া। গত কয়েক দশকে আমরা এ প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে উঠছি।
সেই ধারাবাহিকতায় কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সামনের ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর আঙুলের নড়াচড়া বুঝে নিয়ে টাইপিংয়ের কাজ করে দেবে স্মার্টফোন।
সেলফিটাইপ নামে এমনই একটি প্রোজেক্ট বাজারে এনেছে স্যামসাং। সেলফিটাইপ প্রযুক্তি ব্যবহার করতে আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হবে না।
নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে টাইপ করা যাবে। এ পদ্ধতিতে কিউডব্লিউইআরটিওয়াই কিবোর্ডের মাধ্যমে টাইপ করা যাবে।
স্যামসাং জানিয়েছে, সেলফিটাইপ প্রযুক্তি ব্যবহার করতে আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। স্মার্টফোন, ট্যাবলেট এমনকি ল্যাপটপের সামনের ক্যামেরা ব্যবহার করে কাজ করবে সেলফিটাইপ।
সেলফিটাইপ প্রযুক্তি ছাড়াও ২০২০ সালের সিইএস ইভেন্টে চুল ঝরা কমাতে ব্যবহার করার জন্য ‘বিকন’ এবং কৃত্রিম উপায়ে সূর্যের আলো তৈরি করতে পারে এমন প্রযুক্তি ‘সানিসাইড’ প্রোজেক্ট আনতে যাচ্ছে স্যামসাং।
এছাড়াও সেন্সর ব্যবহার করে অতিবেগুনী রশ্মি মাপা যাবে এমন একটি নতুন সেন্সর চালু করবে স্যামসাং। ওয়্যারেবেল ডিভাইসে এই সেন্সর ব্যবহার হতে পারে। এর ফলে অতিবেগুনী রশ্মি থেকে বিকিরণ থেকে দূরে থাকা যাবে।