মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
ভারতীয় অভিনেত্রী মোনালিসা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা গেছে স্বল্পবসনায় বাথটাবে শুয়ে আছেন মোনালিসা। পোস্ট করার ১ দিনেই ছবিটিতে দেড় লাখ বারের বেশি দেখা হয়েছে। ছবির সঙ্গে মোনালিসা লিখেছেন, তুচ্ছ বিষয়গুলোও উপভোগ করুন… একদিন হয়তো পেছনে ফিরে দেখবেন এবং উপলব্ধি করবেন সেগুলো মোটেও তুচ্ছ ছিল না বরং বিশাল ব্যাপার ছিল। শুভ নববর্ষ ২০২০।
প্রায় দেড়শ ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। এছাড়া হিন্দি, বাংলা, উড়িয়া, তামিল, কানাড়া ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘দুপুর ঠাকুরপো’ নামের বাংলা সিরিয়ালে অভিনয় করে মোনালিসা আলোচনায় আসেন।