রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
ফরিদপুরের মধুখালী উপজেলার এলাহীপুরে অটোরিক্সা চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. নুরুল ইসলাম নুরু (৩৫)। সে সদর উপজেলার করিমপুর গ্রামের ফেলু শেখের পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে জাহাপুর ইউপি চেয়ারম্যান মোল্লা মো. ইসহাক হোসন জানায়, এলাহীপুরের সোহরাব হোসেনের ছেলে বাবুর অটোরিক্সাটি চুরি করে পালানোর চেষ্টা করে ওই ভ্যাক্তি। স্থানীয়রা চুরির বিষয়টি বুঝতে পেরে জিজ্ঞাসাবাদ করলে নুরুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিধতদের শোর চিৎকারে বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়ে গণপিটুণি দিলে তার মৃত্যু হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।