মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি: শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৩ দিন ব্যাপী ৪র্থ ভক্ত সম্মেলন আজ শুরু হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৪ টায় আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বন্দর পরিভ্রমণ করে । মঙ্গল শোভাযাত্রায় প্রায় দুই সহস্রাধিক শিষ্য, ভক্ত পূণ্যার্থীরা অংশ নেয় । এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গনসহ আশপাশ এলাকা বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। ভারত, নেপালসহ দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত শিষ্য এ সম্মেলনে যোগ দিচ্ছেন। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত । আশ্রমের কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ জানান, সম্মেলন সফল করতে সরকারি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন । কেন্দ্রীয় প্রচার সম্পাদক ভক্ত কর্মকার আগত ভক্ত শিষ্যদেরকে নির্দেশিত নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে পালন করার আহবান জানিয়েছেন। শোভাযাত্রায় কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।