সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
পিরোজপুর,প্রতিনিধি
ইন্দুরকানীতে ১৮/১৯ অর্তবছরে খরিপ-২/১৯/২০ মৌসুমে সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর আওতায় উপজেলা কৃসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মালটা চাষি কিশোর কুমারেরর বারি মালটা -১ জাতের ফলের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নারায়ন চন্দ্র হালদারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি বিভাগ বড়িশাল অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক বরিশাল সদর তাওফিকুল আলম, পিরোজপুর জেলা কৃষি কর্মকর্তা আবু হেনা মোঃ জাফর, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, উপজেলঅ কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খাদ্যে আমরা অনেক আগেই পূর্ণতা লাভ করেছি এখন পুষ্টির অভাব দুরকরতে হবে এই জন্য ফলের চাষে সকল চাষিদের এগিয়ে আসার দরকার। আমাদের দেশে জন প্রতি ২০০ গ্রাম ফল প্রতিদিন খাওয়া দরকার তানা হলে আমারা পুষ্টি হিন জাতিতে পরিনত হব। আপনারা ধান চাষের পাশাপাশি ফলজ বাগান করবেন। স্থানিয় মালটা চাষি কিশোর কুমার একজন উচ্চশিক্ষিত হয়েও তিনি যেমন মালটা চাষকরে অনেক লাভবান হয়েছে তেমনি আপনারাও এরকম মালটা বাগান করে অর্থ ও পুষ্টির অভাব দুর করতে পারে। এইসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার একে এম মহশিন উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম সরদার,সহ স্থানিয় কৃষক কৃষানি বৃন্দ।