রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
প্রায় ১৭ বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ।
আজ শুক্রবার সকালে রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর আগে টসে হেরে আগে ব্যাটিং করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন টাইগাররা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি।
দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ।
প্রায় দুই দশকের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে মাত্র ১০টি ম্যাচ।