সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। আজ অকল্যান্ডে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮.৩ ওভারে ২৫১ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল।
১৫৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। অষ্টম উইকেটে নবদীপ সাইনির সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে সফরকারী শিবিরে আশা জাগান রবীন্দ্র জাদেজা। দলীয় ২২৯ রানে আউট হন সাইনি। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ বলে খেলেন ৪৫ রানের কার্যকরি ইনিংস। এরপর দলীয় ২৫১ রানে শেষ দুই উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যায় ভারত। ৭৩ বলে ৫৫ রান করা জাদেজা শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন হামিশ বেনেট, টিম সাউদি, কাইল জেমিসন ও কলিন ডি গ্র্যান্ডহোম।
অকল্যান্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আর ব্যাট হাতে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন মার্টিন গাপটিল ও হ্যানরি নিকোলস। ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে তারা জমা করেন ৯৩ রান। তবে শুরুর দৃঢ়তা ধরে রাখতে পারেনি কিউইরা। ১৬.৪তম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৯৩ রান। তবে পরের ১০৪ রানে আট উইকেট খুইয়ে শঙ্কায় পড়ে তারা।
৪১.৩তম ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৯৭/৮-এ। তবে নবম উইকেটে ৫১ বলে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন রস টেইলর ও কাইল জেমিসন। ২৭৩/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্বাগতিকরা। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো টেইলর খেলেন ৭৪ বলে হার না মানা ৭৩ রানের ইনিংস। আর ২৪ বল মোকবিলায় ব্যক্তিগত ২৫ রানে অপরাজিত থাকেন কিউইদের দশ নম্বর ব্যাটসম্যান কাইল জেমিসন। ভারতের বল হাতে ১০ ওভারের স্পেলে ৫৮ রানে তিন উইকেট নেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। পেসার শার্দুল ঠাকুর দুই ও বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা নেন এক উইকেট। ১০ ওভারের স্পেলে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ভারতের শীর্ষ পেসার জসপ্রিত বুমরাহ। হ্যামিল্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের দেয়া ৩৪৭ রান তাড়া করে জয় পায় নিউজিল্যান্ড।