শনিবার, ১০ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। সতীর্থদের চেয়ে বেশ দেরিতেই বিয়ে করছেন তিনি। বিস্ময়ের ব্যাপার হচ্ছে তাঁর পাত্রীর নাম পূজা। ব্যাপারটি জানার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন, এই পূজাই কী নায়িকা পূজা চেরি! কারণ গত বিশ্বকাপের সময় একটি সাক্ষাৎকারে পূজা চেরি জানিয়েছিলেন, সৌম্যের ওপর তিনি ক্রাশ খেয়েছেন। আর সৌম্য যদি তাকে কল করে তাহলে অবশ্যই পূজা কথা বলবেন।
ছেলের হবু বৌ এর নাম জানিয়ে দিয়ে বিষয়টি ক্লিয়ার করেছেন সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার। তিনি জানান, বৌমার নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। যার বাবা-দাদার বাড়ি খুলনায়। বর্তমানে রাজধানীর গ্রিন রোডে থাকেন পূজার পরিবার। তার বাবা ব্যবসায়ী। পূজা বর্তমানে রাজধানীর একটি কলেজে ও-লেভেল হায়ার সেকেন্ডারিতে (এইচএসসি) পড়ছে। এদিকে, সৌম্য-পূজার বিয়ের দিন আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য হয়েছে বলেই জানিয়েছেন সৌম্য সরকারের মেজ ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রশিক্ষক পুষ্পেন সরকার। তিনি জানান, ২৮ তারিখে বৌ-ভাত হবে সাতক্ষীরায়। তবে গায়ে হলুদ ও আশীর্বাদের দিন এখনও ঠিক হয়নি।