রবিবার, ২৬ Jun ২০২২, ১১:৫৮ অপরাহ্ন
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। জানা যায়, উপজেলার মাগুরা গ্রামের নবম শ্রেনীর এক ছাত্রীকে শনিবার তার অভিভাব ছাত্রীর অমতে বিয়ের আনুষ্ঠানিকতার কার্যক্রমের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা তাৎক্ষনিক ছাত্রীর বাড়ীতে উপস্থিত হয়ে অভিভাবকদের বুঝিয়ে শুনিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে ছাত্রীকে নিয়ে বিদ্যালয়ে এসে ক্লাশে বসিয়ে দেন এবং বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রীদেরকে একত্রিত করে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিষদ আলোচনা করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।