মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
করোনাভাইরাসের প্রভাবে ৬ দেশ থেকে আদা-রসুন আমদানি

করোনাভাইরাসের প্রভাবে ৬ দেশ থেকে আদা-রসুন আমদানি

করোনাভাইরাসের কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সার্বিক ব্যবসায়-বাণিজ্যে প্রভাব পড়লেও সেই দেশ থেকে অন্তত আদা-রসুন ও দারুচিনি আমদানি একেবারে বন্ধ হয়নি। এখনো চট্টগ্রাম বন্দর দিয়ে দেশটি থেকে এই তিনটি পণ্য আসছে। গত জানুয়ারির মাঝামাঝি চীনা নববর্ষ চান্দ্রবর্ষ উপলক্ষে ছুটির আগে সেখানকার রপ্তানিকারকেরা তাঁদের গুদাম থেকে এসব পণ্য বন্দরে পাঠিয়েছিলেন। সেগুলোই বর্তমানে দেশে আসছে।

এদিকে চীনের পাশাপাশি আরও পাঁচটি দেশ থেকেও আদা-রসুন ও দারুচিনি আমদানি হচ্ছে। ফলে এসব পণ্যের সরবরাহে এখনো বড় সংকট দেখা দেয়নি। চীনের বিকল্প হিসেবে যেসব দেশ থেকে পণ্য তিনটি আমদানি করা হচ্ছে—মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মিসর।

করোনাভাইরাসের প্রভাবে চীন থেকে আমদানি বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় চলতি মাসের শুরুতে পণ্য তিনটির দাম অবশ্য বেড়ে যায়। এর মধ্যে চট্টগ্রামভিত্তিক পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি রসুনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকায়, আদা ৯০ টাকা থেকে ১১০ টাকায় এবং দারুচিনি ২৯০ টাকা থেকে ৩২০ টাকায় ওঠে। অর্থাৎ প্রতি কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। খুচরা বাজারে এখন প্রতি কেজি রসুন ২১৫ টাকা ও আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

উদ্ভিদজাত পণ্য খালাসের আগে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ছাড়পত্র নিতে হয়। চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সম্প্রতি প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের প্রভাবের পরও চীন থেকে এই তিনটি পণ্যের আমদানি অব্যাহত আছে। চট্টগ্রাম বন্দরে নিয়মিত এসব পণ্য আমদানির পর তা খালাসের জন্য ছাড়পত্র নিয়ে যাচ্ছেন আমদানিকারকেরা।

ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের প্রভাব পড়ার পর সবচেয়ে বড় শঙ্কা ছিল বাজারে রসুনের সরবরাহে সংকট দেখা দেয় কি না। কারণ, রসুন আমদানির ৯৭ শতাংশই আসে চীন থেকে। তবে দুটি কারণে আপাতত এই শঙ্কা নেই। প্রথমত, দেশে যেখানে প্রতি মাসে গড়ে সাড়ে পাঁচ হাজার টন রসুন আমদানি হয়, সেখানে গত ডিসেম্বরে ১০ হাজার ৫৮২ টন ও জানুয়ারিতে ১১ হাজার ৬৭৭ টন রসুন আমদানি হয়ে গেছে। অর্থাৎ দ্বিগুণের মতো আমদানি হয়েছে। দ্বিতীয়ত, রসুনের দেশীয় ফলন বাজারে উঠতে শুরু করেছে।

এদিকে চট্টগ্রাম বন্দর ও উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্যে দেখা যায়, এ মাসের প্রথম ১৫ দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে ২ হাজার ৩০ টন রসুন আমদানি হয়েছে। সবই এসেছে চীন থেকে। এ ছাড়া আমদানির পথে আছে ৮০৭ টন রসুন। রসুন ছাড়াও এ মাসের প্রথম ১৫ দিনে দেশটি থেকে ১ হাজার ১৯০ টন আদা এবং ১৮২ টন দারুচিনি আমদানি হয়েছে। ব্যবসায়ীরা জানান, চীনে জাহাজীকরণের ১২ থেকে ২১ দিন পর এসব পণ্য চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবমতে, গত ২০১৮-২৯ অর্থবছর দেশে রসুন উৎপাদিত হয় ৪ লাখ ৬৬ হাজার টন। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে ওই সময়ে রসুন আমদানি হয় ৬৬ হাজার ৫০০ টন। দুটো মিলিয়ে গেল অর্থবছরে দেশে রসুনের সরবরাহ ছিল প্রায় ৫ লাখ ৩২ হাজার ৫০০ টন। এর মধ্যে আমদানি করা রসুনের পরিমাণ মোট সরবরাহের মাত্র ১৪ শতাংশ।

বর্তমানে রসুনের মতো চীন থেকে আমদানির পথে আছে আদাবাহী জাহাজ। বিবিএসের তথ্য অনুযায়ী গত অর্থবছর দেশে আদা উৎপাদিত হয় ৮০ হাজার ২৩৪ টন। আমদানি হয় ১ লাখ ২৮ হাজার টন। সেই হিসাবে আদার সরবরাহ ছিল ২ লাখ ৮ হাজার ৮৪১ টন। আদা আমদানির ৪৫ শতাংশ আসে চীন থেকে। চীনের বাইরে সবচেয়ে বেশি আদা আমদানি হয় মিয়ানমার থেকে। এটি আমদানি হয় টেকনাফ স্থলবন্দর দিয়ে। গত অর্থবছরে দেশের মোট আদা আমদানির ৩৫ শতাংশ আসে মিয়ানমার থেকে। এ ছাড়া ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে আসে মোট আমদানির ১০ শতাংশ।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, বাজারে আদা-রসুনের সংকট নেই। কারণ, দেশি রসুনের ফলন উঠতে শুরু করেছে, আবার চীনের বিকল্প দেশ হিসেবে মিয়ানমার থেকেও আদা-রসুন আমদানি হচ্ছে।

দারুচিনি আমদানিতে চীনের বিকল্প দেশ ভিয়েতনাম। ভিয়েতনাম থেকে ইতিমধ্যে দারুচিনি আমদানি বেড়েছে। এ সম্পর্কে মসলা আমদানিকারক প্রতিষ্ঠান খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের কারণে যেভাবে মসলা পণ্যের সংকট হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তা হয়নি। বাজারে বর্তমানে এই পণ্যের সরবরাহ আছে।

ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের প্রভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে চীন থেকে আদা, রসুন ও দারুচিনির পুরোনো চালান জাহাজীকরণ হয়েছে। এরপর কিছুদিন নতুন চালান জাহাজীকরণ হয়নি। তবে এখন আবার তারা রপ্তানি আদেশ নিতে শুরু করেছে। ফলে এ মাসের শেষে সাময়িক সময়ের জন্য আমদানি ব্যাহত হলেও তা দ্রুত কাটিয়ে ওঠা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana