রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
দীর্ঘ পাঁচ বছর পর রবিবার পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে এ্যাড. এ.কে.এম আব্দুস শহীদকে সভাপতি ও মনিরুজ্জামান তালুকদার পল্টনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলী গের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সহ-সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. এম.এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না, আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.বি.এম শাহাজাহান, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য রেবেকা শাহীন চৈতী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন তালুকদার স্বপন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু।
সম্মেলন ঘিরে দিনভর ছিল টানটান উত্তেজনা। মঞ্চে ওঠাকে কেন্দ্র করে স্থানীয় নেতাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।