সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বালিপাড়া মধ্য চরবেলশ্বর গ্রাম থেকে আবুল খান (৬০) নামের এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,২ মার্চ সোমবার সকালে কৃষকরা মাঠে গরু চড়াতে গিয়ে গাছের ডালে মাফলার দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। লাশের পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
আবুল খান উপজেলার পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের লাডিম খানের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বড়শি দিয়ে মাছ শিকার করতেন। রবিবার সকালে আবুল বালি পাড়ার পথেরহাট গ্রামে তার শালার মেয়ে পাখি বেগমের বাড়িতে আসেন। সেখানে দুপুরের খাবার খেয়ে চন্ডিপুর বাজারে যান। চন্ডিপুরে কোন এক ব্যাক্তির কাছে আবুলের বেশ কিছু টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন পাখিকে। তবে কার কাছে তিনি টাকা পাবেন এটা বলেন নাই।
আবুল খানের ছেলে ফকরুল ইসলাম জানান,আমার আব্বাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার দ্রæত বিচার চাই।
ঘটনা স্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম। আবুল খানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যা নাকি আত্মহত্যা রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে পুলিশ।