মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠি বিএমএসএফ’র প্রচার সম্পাদক বিমানের পিতৃবিয়োগে শোক প্রকাশ ঢাকা বৃহস্পতিবার ৫ মার্চ ২০২০: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ঝালকাঠি জেলা শাখার প্রচার সম্পাদক ইমাম হোসেন বিমানের পিতা মো: আব্দুস সোবহান মিয়া (৯৫) মৃত্যুবরন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আজ দুপুরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেবাচিমে নেয়া হয়। ভর্তির কিছুক্ষন পরেই তিনি মৃতবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী-তিনপুত্রসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। আগামিকাল তার নিজবাড়ি নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন করা হবে।