মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর,প্রতিনিধি
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনেনিয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তেরের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় ইন্দুরকানীতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৮মার্চ রবিবার বিকাল ৩টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসির সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভা নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, রুহুল আমিন বাঘা, প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, সম্পাদক গাজী আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আঃ আজিজ হাওলাদার প্রমুখ। নারী দিবসের আলোচনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাকদিয়ে যাই রিকল ২০২১ প্রকল্প অংশগ্রহন করেন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসি, ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, রুহুল আমিন বাঘা,যুবলীগ নেতা মাসুদ রানা,কামরুজ্জামান শাওন, ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।