মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মো: জুয়েল আকন (২০) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। সে উপজেলার পৈকখালী গ্রামের মৃত মো: হারুন আকনের ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে নিহত জুয়েল খাবার খেয়ে পাশের একটি খালি ঘরে খুটির সাথে হেলান দিয়ে বসলে খুটির সাথেই বিদ্যুতের তার ¯øাক থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভান্ডারিয়া অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।