মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার চল্লিশা এলাকায় আলোচিত কামরুল হত্যাকান্ডের প্রধান আসামী শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ । চট্রগ্রাম জেলার কর্ণফুলীর ডাঙ্গারচরের চরলক্ষ্যা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি টিম। গ্রেফতারকৃত শাকিল আহমেদ (৩০) পিরোজপুর সদর উপজেলার সাতবেকুটিয়া গ্রামের মোঃ আলতাফ হোসেন আলতুর ছেলে । র্যাব-৮ সূত্রে জানাযায়, গত ০৮ ফেব্রæয়ারি তারিখে পিরোজপুর সদর উপজেলার চল্লিশা বাজারে মোঃ কামরুল শেখ(৩৫)কে নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কামরুল শেখ চল্লিশা বাজারে ওষুধের ব্যবসা করত। এ হত্যাকান্ডের মূল আসামী মোঃ শাকিল আহমেদ ও তার সহযোগীরা বেশ কিছু দিন ধরে কামরুলের ফার্মেসীতে গিয়ে চাঁদা দাবি করে আসছিল কামরুল শেখ চাঁদার টাকা না দেওয়ায় আসামী মোঃ শাকিল আহমেদ কামরুলের বুকে ও মাথায় ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। ঘটনার পর গত ০৯ ফেব্রæয়ারি পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এরপর থেকেই র্যাব-৮ এ সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের তদন্তকারী দলটি জানতে পারে এ হত্যাকান্ডের প্রধান আসামী শাকিল আহমেদ হত্যা ঘটনার পর চট্রগ্রামে পালিয়ে যায় এবং কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর চরলক্ষ্যায় জনৈক শামসু সাহেবের খামার বাড়ীতে গরুর ডেইরী ফার্মে কাজ শুরু করেছে। এর প্রেক্ষিতে র্যাব -৮ এর তদন্তকারীদল আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার চট্রগ্রাম জেলার কর্ণফুলীর ডাঙ্গারচরের চরলক্ষ্যা থেকে তাকে গ্রেফতার করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয় ।