মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
টানা ১১ বছর ধরে চীনের বিভিন্ন কোম্পানি এবং সরকারি সংস্থার নানা তথ্য ‘হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছে’ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
চীনের অন্যতম বড় সাইবার-সিকিউরিটি ভেন্ডর কিহু ৩৬০ তাদের একটি প্রতিবেদনে এ দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের বিমান বিভাগ, বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, পেট্রোলিয়াম শিল্প, ইন্টারনেট সংস্থাসহ গুরুত্বপূর্ণ একাধিক সরকারি সংস্থা টার্গেট ছিল আমেরিকার। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট হ্যাক করা হয়।
কিহুকে উদ্ধৃত করে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমে বলা হয়েছে, হ্যাকড প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ বেইজিং, গুয়াংডং এবং ঝেজিয়াংয়ে অবস্থিত।
চীনের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানটি বলছে, এই হ্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি গোয়েন্দা তথ্য বেহাত হয়েছে চীনের। একই সঙ্গে রিয়েল-টাইমে বৈশ্বিক বিমান চলাচল তথ্য, যাত্রীদের খবরাখবর টার্গেট করেছিল আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাক্সওয়ারে [১, ২, ৩] এবং গ্রাসাসপের [১, ২] নামের দুটি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার অনুপ্রবেশ করিয়ে সাইটগুলো হ্যাক করে সিআইএ।
এই ম্যালওয়্যার দুটির কথা ২০১৭ সালের দিকে প্রথম জানা যায়। তখন উইকিলিকস সিআইএয়ের সাইবার অস্ত্রাগারের কথা ফাঁস করে।