মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
থানা পুলিশ আজ সোমবার বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সদরের টি.এন্ড.টি.রোড মল্লিক বাড়ীতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ নিজাম মল্লিক (৪২) গ্রেফতার করেন এসময় আরটি অভিযানে লক্ষিপুরা গ্রাম থেকে ১০০গ্রাম গাঁজাসহ মোঃ মোতালেব বেপারী (৫০) কেগেফতার করে। নিজাম মল্লিক টি.এন্ড.টি রোডের মন্নান মল্লিকের ছেলে ও মোঃ মোতালেব বেপারী লক্ষিপুরা গ্রামের মৃত কাদের বেপারীর ছেলে ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চিহ্নিত মাদক কারবারী নিজাম মল্লিকের বসতঘরে অভিযান চালায় এসময় তার ঘর থেকে ৩টি পলিপ্যাকে রক্ষিত প্রায় আড়াই কেজি গাজা উদ্ধার করা হয়। অপরদিকে লক্ষিপুরা গ্রামের মোতালেববেপারী নিজ বাড়ীর সামনে গাজা বিক্রয় করার সময় ১০০ গ্রাম গাজাসহ তাকে পুলিশ গ্রেফতার করে ভা-ারিয়া থানার অফিসার ইন চার্জ এস, এম মাকসুদুর রহমান জানান, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম, শামসুল আলম, বিপুল চন্দ্র, উপ সহকারী পরিদর্শক মাহামুদুল ও বাশার এর নেতৃত্বে দুটি অভিযান পরিচালানা করা হয়। গ্রেফতার কৃতদের এ ঘটনায় ভা-ারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।