মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা ঝড়। প্রতিদিন ইতালি সহ ইউরোপীয় অন্যান্য দেশে যেমন বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ঠিক তার উল্টোভাবে করোনার উৎপত্তিস্থল চীনে শূণ্যের কোঠায় নেমে আসছে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা। গেলো দুদিনে চীনে নুতন করে কেউ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়নি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য মতে , বৃহস্পতিবার যে নতুন ৩৯ জনের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা শোনা গেছে তাদের সবাই বিদেশ থেকে আগত। ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা ২১ জানুয়ারী থেকে সর্বনিম্ম।
এদিকে ইতালিতে প্রতিদিনিই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৪০৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতালিতে ৫ জনের বিশেষজ্ঞ দল পাঠিয়েছে চীন। চীনা রেড ক্রসের ভাইস প্রেসিডেন্ট মিলানের এক সংবাদ সম্মেলনে বলেন, ইতালির অবস্থা খুবই শিথিল। এখনো অনেকে হোটেল বা রেস্তোরায় জমায়েত হচ্ছে। মাস্ক ব্যবহার না করেও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এসময় সবাইকে অবশ্যই বাড়িতে থাকা উচিত বলে মনে করেন তিনি।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চীনে প্রাণ হারিয়েছে ৩ হাজার ২৪৮ জন মানুষ। পুরো বিশ্বে এ সংখ্যা ৯ হাজার ৬০০শ মানুষের বেশি।