মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল সহ শর্টগানের ৩টি কার্তুজ, থ্রি নট থ্রি রাইফেলের ৮টি গুলি এবং গান পাউডার উদ্ধার করেছে।
বৃহস্পতিবার(১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানাার ওসি(তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেবদাস, এসআই আতিকুজ্জামান সহ একদল পুলিশ লাহুড়িয়ার দক্ষিণ ডহরপাড়ার রজত মোল্যার ছেলে বাকা মোল্যা ওরফে কালা মোল্যার একতলা বিশিষ্ট বাড়ির ছাঁদে (চিলে কোঠা) রাখা কবুতরের খোপ (ঘর) থেকে একটি বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল সহ শর্টগানের ৩টি কার্তুজ ও থ্রি নট থ্রি রাইফেলের ৮টি গুলি এবং একশ গ্রাম গান পাউডার উদ্ধার করে।
লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকা মোল্যা ওরফে কালা মোল্যাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।