মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন
খুলনায় করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে এক য্বুককে গ্রেফতার করেছে র্যাব-৬। তার কাছ থেকে মোবাইল ফোন, মেমোরি ও সিমকার্ড এবং ফেসবুকে গুজব ছড়ানো সংক্রান্ত তথ্যের স্ক্রিনশটও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাদী খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার র্যাব-৬’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৬’র সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রান্ত আপত্তিকর প্রচারণা এবং নানা উক্তি সম্বোলিত পোস্ট ফেসবুকে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়াচ্ছিল মেরাজ আল সাদী। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে খালিশপুরের মুজগুন্নি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং গুজব ছড়ানোর ২ কপি স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সুত্র ইত্তেফাক