মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর প্রতিনিধি:
করোনা ভাইরাসের নাম করে চাল সহ দ্রব্যমূল্য বৃদ্ধি করে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করার অভিযোগ উঠায় ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ীকে নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
শক্রবার বিকালে উপজেলার বৈঠাকাটা বাজারে করোনা ভাইরাসের লিফলেট বিতরণ করার সময় বাজারের বিভিন্ন নিত্যপন্য ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বিক্রি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবাদূর রহমান ও স্থানীয় চেয়ারম্যান হাসনাত ডালিম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফিরোজ মাহামুদ বৈঠাকাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবাদুল হক সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। গাওখালী বাজারে লিফলেট বিতরণ ও দ্রবমূল্য তদারকির সময় অভিযোগ উঠায় স্থানীয় নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীক মফিজের দোকানে ১৬০০ শতটাকা চালের বস্তা মূল্য বৃদ্দি করে ১৮০০ টাকায় বিক্রি করায় এবং পাকা চালান দেখাতে না পারায়, ভ্রাম্যমান আদালত পাচ হাজার টাকা জরিমানা করে। ওই বাজারে ব্যবসায়ী অবিনাশ দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রির করায় পাচঁ হাজার টাকা জরিমানা এবং মিলনের দোকানে চালের দাম বৃদ্ধি করে বিক্রি করে, চাল দোকানে ও গোডাউনে অস্বীকার করায়। গাওখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক শহিদূল ইসলাম কে সঙেনিয়ে মিলনের গোডাউনে অভিযান চালিয়ে ২০ বস্তা চাল মজুত পাওয়ায় নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবাদুর রহমান। তিনি আরো জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনসাধারণ ধন্যবাদ জানায়