মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া কচাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪’শ কেজি ওজনের সামুদ্রিক শাপলাপাতা মাছ। মঙ্গলবার রাতে মাছটি ধরা পড়েছে বেকুটিয়া গ্রামের জেলে পিন্টুর জালে। খবর পেয়ে কাউখালী সততা ফিস (আড়ৎদ্বার) ক্রয় করে আজ সকালে বাজারে আনলে করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে শত শত মানুষ মাছটি দেখার জন্য ভীড় জমাতে থাকে।
এ সময় কাউখালী উপজেলা নিবার্হী অফিসার মোছা খালেদা খাতুন রেখা খবর পেয়ে বাজারে উপস্থিত হয়ে মাছটিকে উপজেলার উত্তর বাজার বালুর মাঠে গিয়ে বিক্রির নির্দেশ দেন। তার নির্দেশে ক্রেতাদের নামের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবার জন্য আড়ৎদ্বারদের নির্দেশ দেয়। বাজারে মাছটি কেজি ৫’শ টাকা দরে ২ লক্ষ টাকা দাম হাকানো হয়েছে।