মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
করোনাভাইরাস বিস্তাররোধে সামাজিক দূরত্ব অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করা এবং ভোক্তা অধিকার আইনে পিরোজপুরের কাউখালীতে ৪ জনকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৮ এপ্রিল) উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের সাবেক ইউপি সদস্য ফিরোজ আলমকে পশু জবাহ ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ২০ হাজার টাকা এবং শিয়ালকাঠীর চৌরাস্তা এলাকার ৩ দোকানীকে সামাজিক দূরত্ব অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করায় প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. খালেদা খাতুন রেখা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম না করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। জনসমাগম ঠেকাতে আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। করোনাভাইরাসের তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব অমান্য ও নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩ দোকানীসহ ৪ জনকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা।