বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা মানছেনা ব্যবসায়ী ও সাধারন মানুষ। করোনা প্রাদুর্ভাবের সতর্কতা নির্দেশনা অমান্য করে এ উপজেলার বিভিন্ন হাট বাজারে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীরা দোকানপাট খুলে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্বেও চেস্টা করেও রাস্তাঘাট কিংবা হাটবাজারে জনসাধারনের অবাধ চলাচল থামাতে পারছেনা স্থানীয় প্রশাসন। এক শ্রেণীর মানুষ যেন বিষয়টি গায়েই লাগাচ্ছেনা। এ কারনে মানুষকে ঘরে আটকে রাখতে রীতিমত হিমশীম খাচ্ছে প্রশাসন।
অন্যদিনের মত আজ বৃহস্পতিবার উপজেলার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র পাড়েরহাট বন্দরে ক্রেতা-বিক্রেতার সমাগম ছিল ঠিক আগের মতই। সকালের শুরতেই বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
এ খবর পেয়ে অন্যান্য দিনের মত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান বৃহস্পতিবার সকালে আকস্মিক পাড়েরহাট বাজারে অভিযান চালান। এতে পথচারী, মাংসের দোকান, মাছের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১০ জনকে সাত হাজার ২শ’ টাকা জরিমানা করেন। এছাড়া বুধবার রাতে ঐ বাজারে অভিযান চালিয়ে দুই জনকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যাণ আদালত। এর দুদিন আগেও পাড়েরহাট ও ইন্দুরকানীর বিভিন্ন সড়কে ভ্রাম্যামাণ আদালতের অভিযানে ২৪ জনকে ১০ হাজার ৯’শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট মো: রিয়াজ উদ্দিন।
এদিকে করোনা ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জনসমাগম রোধে সাপ্তাহিক বাজার বন্ধ রাখার জন্যা বুধবার রাতে ওই বাজারে মাইকিং করান। কিন্তু তার নির্দেশ উপেক্ষা করেও বাজার বসে, চলে জনসমাগম।
তবে এ চিত্র পাল্টে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমীকলীগের কর্মিরা। প্রশাসন যখন দোকান বন্ধ রাখতে এবং জনগণকে ঘরে আটকে রাখতে ব্যর্থ তখন উপজেলার চন্ডিপুর হাটে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের এসব কর্মিরা গত ৩দিন ধরে পাহারা বসিয়ে বাজার লগডাউন করে দিয়েছে।
ইন্দরকানী ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, সাপ্তাহিক হাট বসায় লোকজনের সমাগম বেশি হয়। তাই জনসমাগম বন্ধ রাখতে সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু তা ব্যবসায়ীরা আমলে নিচ্ছেন না। আমারা গেলে সাথে সাথে বাজার ফাঁকা হয়ে যায়। চলে আসলে আবার যেই সেই অবস্থা। তাই বাধ্য হয়ে এখন মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে।