মোঃদেলোয়ার হোসেন নাজিরপুর( পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার বিকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের সদস্য চাল আত্মসাতের অভিযোগে কুলুইতলী গ্রামের মৃত জব্বার সুতারের ছেলে আবুল কালাম সুতার (৫০) ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কলারদোয়ানিয়া গ্রামের মৃত হেমায়েত হোসেনের ছেলে, ওই ওয়ার্ড গ্রাম পুলিশ গোলাম মোস্তফা(৫৫) ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান প্রত্যেককে ১৫দিনের করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, কার্ডধারী ছরোয়ার হোসেন সুতার তার নামে বরাদ্দকৃত চাল না পেয়ে বিষয়টি আমাকে মোবাইলে জানান। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ওই ইউপি সদস্যের সঙ্গে ও স্থানীয় কার্ডধারীদের সঙ্গে কথা বলি। পরে চালের হিসাব দেখতে চাইলে তিনি সঠিকভাবে তা দেখাতে পারেন নি। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ও ওই চালের ক্রেতা উভয়কে ১৫ দিনের করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।