বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোল বুনিয়া গ্রামের সেনা সদস্য কর্পোরাল মো. শহিদুল ইসলাম (৩৪) বৃহস্পতিবার রাতে ঢাকা সিএইচএমএ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যু বরণ করেন। সে গোলবুনিয়া গ্রামের মো. এমাদুল হক বাদশার পুত্র। আজ শুক্রবার তার মরদেহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টরে নিজ উপজেলা ভান্ডারিয়ায় নিয়ে আসা হয়। হেলিকপ্টরটি দুপুরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় অবতরণ করার পরে ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বিমান থেকে লাশবাহি কফিন গ্রহণ করে ফায়ার এ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি গোল বুনিয়ায় নিয়ে যায়। সেনা সদস্য মতিউল ইসলাম জানান, শহিদুল ইসলামের হার্টের রোগ ছিল বলে তিনি শুনেছেন।
পরে বাদ জুমা ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিলের নের্তৃত্বে সেনা সদস্যরা সালাম প্রদর্শণ শেষে রাস্ট্রীয় মর্যাদায় সহকর্মীর লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। এসময় তাদের সহায়তা করার জন্য ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো.কামরুল ইসলামের নের্তৃত্বে থানা পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাহা উদ্দিন বাদল তালুকদার জানান, তিন সন্তানের জনক মো. শহিদুল ইসলাম চট্রগ্রাম সেনা নিবাসে কর্মরত থাকা অবস্থায় তার ব্রেন টিউমার ধরা পরে। আনুমানিক দুই মাস পূর্বে ঢাকা সিএইচএমএ ভর্তি করার পর সেটি অপারেশন করা হয়। তার পর কিছু দিন সুস্থ্য থাকে। গত কয়েকদিন আগে অপারেশন স্থলে ইনফেকশন ধরা পড়ায় অসুস্থ্য হলে তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়। শহিদুলের মৃত্যুতে পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।