মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে ৬ দোকানীর কাছ থেকে মোট ২৪ হাজার টকার জরিমানা আদায় করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে টিনের দোকানী মো. মোশাররফ মল্লিককে ১০ হাজার টাকা, রাসেল গার্মেন্টসকে ৫ হাজার টাকা, কনকর্ড টেইলার্সকে ৫ হাজার টাকা, ফুটপাত দখল করে নিত্য পন্য বিক্রির দায়ে মুদি দোকানী মিলন চাপরাশীকে ২ হাজার টাকা, অপর মুদি দোকানী চান মিয়াকে ১ হাজার টাকা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে রহমানিয়া ফার্মেসী কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। এসময় থানা পুলিশের টহল টীম উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/104280094538400/videos/633494747229668/