বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের তুলাতলা ঘাট এলাকায় অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয় একটি চক্র পুরাতণ প্রকৃত জেলেদের কৌশলে বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন জেলেদের মাছ ধরারা খেও (ঘাট) দখল করে দিচ্ছে। যে কারনে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনা রয়েছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা ভঙ্গ হতে পারে মর্মে ওই জানখালী গ্রামের মৃত. আঃ লতীফ হাওলাদারের ছেলে শাহজাহান বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের হালিম হাওলাদারের ছেলে সাইলু, মৃত সামছের হাওলাদারের ছেলে জাকির হোসেন (আড়ৎদার), সাইলুর ছেলে রাজু ও অজ্ঞাত ৫ জন।
এঘটনায় গত বোরবার সাবেক ইউপি সদস্য সগীর হাওলাদারের নেতৃত্বে স্থানীয় জেলেদের নিয়ে বৈঠক বসলেও কোন সুরহা হয়নি।
এ ব্যপারে জাকির হোসেন (আড়ৎদার) বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, নদীর খেও বেচা-কেনা সম্পূর্ণ অবৈধ। তার ওপর বেহুন্দি জালও নিষিদ্ধ। প্রশাসনিক সহযোগিতা পেলে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়া থানর ওসি মাসুদুজ্জামান লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।