বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি:
জাতায় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আমিনুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল-মুজাহিদ।
এসময় সভায় উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, মেডিকেল অফিসার ডা: নিয়াজ মোহাম্মাদ মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, স্বপন কুমার রায়, মো : মোশাররফ হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গাজী আবুল কালাম, সিএইচসিপি মো: জাহিদুল ইসলাম প্রমুখ।