মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পশ্চিম বালিপাড়া এলাকায় একটি দোকান দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা সহ প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে মোঃ সাইফুল নামে এক ব্যাক্তির দোকানে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। সাইফুল তার জীবন চলার অবলম্বন দোকান ঘর হারিয়ে এখন দিশে হারা। প্রবল ঝড় বৃষ্টির সময় এ ঘটনা ঘটায় ধারনা করা হচ্ছে কেউ শত্রæতামূলক ভাবে এ যজ্ঞ চালিয়েছে।
এ ঘটনার ভুক্তভোগী সাইফুল ইসলাম ও তার পিতা ফকরুল শেখ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে ৫টার দিকে আমি দোকান বন্ধ করে ঘরে চলে যাই। এরপর এশার আযানের পর ঝড় বৃষ্টি শুরু হতে থাকে আমরা সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামনের বারান্দায় বসে থাকি। কিছুক্ষন পরে রাত আনুমানিক ৯ টার দিকে হঠাৎ দোকানের দিকে তাকিয়ে আগুন দেখতে পাই। তখন আমরা তরিঘরি করে বাহিরে বের হয়ে দেখি আমার দোকান গৃহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এসময় আমরা ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন ছুটে আসে তখন তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই কিন্তু ততক্ষনে দোকানের মালামাল সহ দোকান গৃহ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের আগুন নিভানোর সময় একটি দরজা ভাঙ্গার চিহ্নও দেখতে পাই। কেউ শত্রæতামূলক ভাবে প্রথমে আমার দোকানের মুল্যবান মালামাল লুট করে পরে কেরোসিন অথবা পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয় এখন আমি নিঃশ্ব প্রায়। তবে প্রথমে দোকানের কাছাকাছি আসলে পেট্রলের গন্ধ পাই অথচ আমি আমার দোকানে পেট্রল বা কেরোসিন জাতীয় কোন পদার্থ বিক্রি করিনা। কান্নায় ভেঙ্গে পড়ে দোকান্দার বলেন, এই দোকানের উপার্যন দিয়ে আমার সংসারের খরচ চলতো বর্তমানে করোনার কারনে দোকানে আয় রোজগার তেমন হচ্ছে না এক বেলা দোকান চালিয়ে কোন মতে বেচে আছি। এই দুঃসময় আমি এখন নিরুপায়।
স্থানীয় সমাজ সেবক ও ব্যবসায়ী রিয়াজ হোসেন বলেন,আমার ঘর ঘটন্তা স্থল থেকে কাছাকাছি হওয়ায় আমি ঝড়ের সময় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনা স্থলে আসি তখন অগ্নিকান্ডের ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রর করি কিন্তু আগুন নিভাতে নিভাতে দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ঝড় ও বৃষ্টির রাতে এমন অগ্নিকান্ডের ঘটনা এটা কারো পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। ঝড়ের সময় রাস্তায় বা আসপাশে কোন লোকজন না থাকায় কোন দুস্কৃতকারী লোকজন শত্রæতা মূলক ভাবে এ ঘটনা ঘটাতে পারে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাদেরকে থানা পুলিশের মাধ্যমে আইনী সহোযোগিতা নেয়ার পরামর্শ দেই।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।