বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
ঢাকা থেকে মঠবাড়িয়ায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মো হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্ত ২ বোন পৌরসভা এলাকার ও ১ জন উপজেলার টিকিকাটা ইউনিয়নের তাদের একজন ছাত্র আক্রান্ত দুই বোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছে এবং আক্রান্ত ছাত্রের বাড়ি লক ডাউন করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, শনিবার ( ৮মে) রাত ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ (করোনা) পরীক্ষার ল্যাব থেকে ওই ৩জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর আগে গত বৃহস্পতিবার (৭মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের ২ বোন রয়েছেন তারা সনাতন ধর্মলম্বী ও ঢাকার মধ্য বাড্ডায় থেকে ঢাকায় পড়াশুনা করতেন আর অন্যজন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা গত বৃহস্পতিবার (৭মে) একটি প্রাউভেট মাক্রোতে করে ১২জনে বাড়িতে আসেন। এর মধ্য ওই ৩ জনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেনন্টে রাখা হয়েছিলো। বাকীদের খুঁজে বের করে পরীক্ষা করা হবে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো.মাসুদুজ্জামান জানান, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে আক্রান্তদের বাড়িসহ এলাকা লকডাউন করা হয়েছে। আর এ সময় আমাদের তরফ থেকে তাদের খাদ্য সামগ্রীী পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য, এর আগে মঠবাড়িয়া জেলার প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় উপজেলার ধাঁনীসাফা ইউনিয়নে তবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করেছন।