মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
পিরোজপুর: পিরোজপুরে করোনার উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সের এক চুড়ি-ফিতা বিক্রেতার মৃত্যু হয়েছে শুক্রবার (২৯মে) বিকালে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে তার বাড়ি পৌর সভার পশ্চিম শিকারপুর এলাকায় জেলা হাসপাতালের সিভিলসার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকী তার মুত্যুর খবর নিশ্চিত করে জানান, ওই লোকটি করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (২৮মে) রাতে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন
তার জ্বর সহ শ্বাসকষ্ট ছিলো শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে স্থাণীয় ও পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ২দিন ধরে জ্বর ও কাশি অনুভব করলে চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে জেলা হাসপাতালে ভর্তি হন তিনি শহরে
চুড়ি-ফিতা বিক্রি করে সংশার চালাতেন সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, ওই ব্যাক্তির বাড়ি পৌর শহরের শিকারপুর এলাকায় তার মৃত্যুর পর ওই বাড়ি লক ডাউন করা হয়েছে