শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করল উপজেলা প্রশাসন কাউখালীতে নাশকতায় মামলায় জামায়েত সেক্রেটারিসহ ৪জন গ্রেফতার কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন কাউখালী গাঁজা সহ এক ঔষধ ব্যবসায়ী গ্রেফতার মারা গেছেন ছারছীনার পীর কাউখালীতে বিআরডিবি অফিসের জনবল সংকট, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী জনগণ কাউখালীতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাউখালীতে কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ বালু বোঝাই বাল্ক‌হেডের ধাক্কায় ব্রিজ ভে‌ঙে খা‌লে এক বছরেও পুণ:নির্মাণ হয়নি নাজিরপুরে যে কারনে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে ৯ বছরের সাজার জন্য ৩৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না স্কুল ছাত্রী অপহরণের ৩৩ দিন হলেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি কাউখালীতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার ক্লাস নিচ্ছেন হিন্দু শিক্ষক পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দেখা গেল সাপ কাউখালী উপজেলা অস্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেই চিকিৎসক নেই বেড, রোগীদের দুর্ভোগ চরমে কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে হাইজিন কিট বিতরন পিরোজপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অথের্র চেক বিতরণ কাউখালীতে জমি জমা নিয়ে সংঘর্ষে আহত ৪, গ্রেপ্তার ৪ নেছারাবাদে রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান
আখাউড়ায় ধর্ষণ চেষ্টার আসামীর  গাড়িবহর নিয়ে শোডাউন ও মিষ্টি বিতরণ

আখাউড়ায় ধর্ষণ চেষ্টার আসামীর  গাড়িবহর নিয়ে শোডাউন ও মিষ্টি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণ চেষ্টার আসামী গাড়িবহর নিয়ে শোডাউন ও মিষ্টি বিতরণ করেছেন।

এই শিশু ধর্ষণচেষ্টাকারী ব্যক্তি বয়সের অযুহাতে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে এমন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করেছেন।

এতে পুরো এলাকাজুড়ে তাকে নিয়ে  সমালোচনার ঝড় বইছে। কত  বড় নির্লজ্জ ও কাণ্ডজ্ঞানহীন অমানুষ বা পশু তুল্য হলে এমন নেক্কারজনক ঘটনা ঘটাতে পারে এমনই আলোচনা চলছে এলাকার লোকজনের মধ্যে।

তার গলায় ছিল ফুলের মালা, আর পুরো প্রাইভেটকারের উপর ছিল  ফুল ছিটানো।১০-১২ টি মোটরসাইকেল ও কয়েকটি প্রাইভেটকার সহকারে দলবল নিয়ে এলাকায় সে এখন শোডাউন করছে। তাকে একনজরে দেখলে মনে হবে কোনো জনপ্রতিনিধি। হয়তো সে অনেকদিন পর এলাকায় এসেছে ।এ জন্য তার কর্মী সমর্থকরা আনন্দে মিষ্টি বিতরণ করে উল্লাস করছে।অথবা মনে হবে কেউ নতুন বউ নিয়ে আসছে শ্বশুরবাড়ি থেকে। বাস্তব ঘটনা হল, সে একজন  শিশু ধর্ষণচেষ্টাকারী।

খোঁজ নিয়ে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা মো.মতিউর রহমান ওরফে মুক্তু মিয়া(৬৫) শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী ছিলেন ।গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পায় সে।আগাম জামিন পেয়ে গত মঙ্গলবার বিকেলে আখাউড়ায় আসে ।তখন তার আইনজীবী ছেলে মিলনের নেতৃত্বে তার স্বজন ও সমর্থকরা ১০-১২টি মোটরসাইকেল ও কয়েকটি প্রাইভেটকার নিয়ে পুরো এলাকা জুড়ে শোডাউন দিয়ে মিষ্টি বিতরণ করে।গাড়ি থেকে নামার পর তাকে সোনা-রুপার পানি দিয়ে গোসল করিয়ে ফুলের মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে ঘরে তুলে নেন তার পরিবারের লোকজন।

এ ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।সচেতন মহল বলছে,‘বিচারাধীন ধর্ষণ মামলায় আগাম জামিন নিয়ে এসে এগুলো করা ঠিক কিনা।এতে সমাজে নেতিবাচক বার্তা ভেঙ্গে যাবে।অর্থ আর ক্ষমতার প্রভাবে যদি ধর্ষণ মামলার আসামীরা পার পেয়ে যায় তাহলে আইনের শাসন ও বিচারব্যবস্থার উপর জনগন আস্থা হারিয়ে ফেলবে।

জানা যায়,নির্যাতনের শিকার ৮ বছরের ঐ এতিম শিশুটি আর্থিক অসচ্ছলতার কারণে গত তিন-চার বছর ধরে মামার বাড়ি হীরাপুর গ্রামে থাকত। স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়ত শিশুটি।গত ১৫ জুলাই সকালে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী ঐ মুক্তু মিয়া। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মুক্তু মিয়া পালিয়ে যায়। বিষয়টি এলাকার সাহেব সর্দারগনদের জানিয়ে বিচার চান শিশুটির মামা। তারা মীমাংসা করে দেবেন বলে আশ্বস্ত করেন এবং এ ব্যাপারে কোনো মামলা না করার পরামর্শ দেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোনো বিচার না পেয়ে গত ১৭ আগস্ট শিশুর মা মুক্তু মিয়াকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

হীরাপুর গ্রামের বাসিন্দারা বলেন, ‘মুক্তু মিয়া জামিন পেয়ে এলাকায় এসে তার অ্যাডভোকেট ছেলে সহ অন্যান্য কিছু লোক কয়েকটা প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে গলায় ফুলের মালা পরিয়ে ঐ ধর্ষনচেষ্টাকারীকে নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। আমাদেরকে মিষ্টি খাওয়ার দাওয়াত ও দেন তারা। কিন্তু আমরা কেউ যাইনি। মুক্তু মিয়া যে ঘটনা ঘটিয়েছেন তার তীব্র নিন্দা জানাই আমরা । এত নিকৃষ্ট ঘটনা আমরা আগে কখনো শুনিনি। এর বিচার না হলে দেশে আইন বলে কিছু থাকবে না।’

নির্যাতিত শিশুর মা বলেন, ‘আসামি আগাম জামিন পেয়ে এসে মামলা তুলে নেয়ার জন্য  আমাদের হুমকিধামকি দিচ্ছে।এখন আমরা আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছি।আমি চাই আসামীর দৃষ্টান্তমূলক বিচার হোক।’

এ বিষয়ে জানতে চাইলে মুক্তু মিয়ার ছেলে আইনজীবী মিলন মিয়া বলেন, ‘আমার বাবাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিয়েছে। হাইকোর্ট আমার বাবার বয়স বিবেচনা করে জামিন দিয়েছে। ’ অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী মুক্তু মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’

এ বিষয়ে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, ‘মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।’ তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!