রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জে এক নবজাতকের (কন্যা শিশু) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা স্টেশনের পাশে ময়লার ভাগার থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীরা নবজাতকের লাশ দেখতে পেয়ে আশুগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। শিশুটি কার তা এখনো জানতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন,শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।