শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার মালিকের নিকট হস্তান্তর করলো পুলিশ সুপার বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কার্যক্রমে অংশ নেয়ার প্রতিবাদে মানববন্ধন পিরোজপুর সরকারী মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় আনন্দে র‌্যালী বিদ্যালয়ে একদিনের বেশি আসেনা প্রধান শিক্ষক পবিত্র কুমার মন্ডল, ব্যাপক অনিয়মের অভিযোগ কাউখালীতে কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীরা জরাজীর্ণ ভবনে পাঠদান করছে ভান্ডারিয়া স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক ভান্ডারিয়ায় প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের মৃত্যুবার্ষিকী পালিত Get prepared to explore the planet of naughty dating sites Get to know lonely ladies in ireland – find your perfect match today ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি ভান্ডারিয়ায় ব্যবসায়ীর কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ How Exactly To Switch Your Own Situationship Into An Union ভান্ডারিয়ায় দুর্নীতির দায়ে ইউপি সদস্য বরখাস্ত ভান্ডারিয়ায় যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ভান্ডারিয়ায় কীটনাশক পানে তরুনীর আত্মহত্যা ভান্ডারিয়ায় প্রধান অতিথির চেয়ার নিয়ে বিএনপির দুই গ্রুপের টানাটানি, তাফসির মাহফিল স্থগিত! প্রতিবাদে সকল দোকানপাট বন্ধ ঘোষনা কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম ১৭ বছর পরে দুদকের মামলা
স্বরূপকাঠির কুড়িয়ানা শেখর চেয়ারম্যানের নেতৃত্বে অরুণ ঢালিকে  হুমকির অভিযোগ পাওয়া গেছে

স্বরূপকাঠির কুড়িয়ানা শেখর চেয়ারম্যানের নেতৃত্বে অরুণ ঢালিকে  হুমকির অভিযোগ পাওয়া গেছে

নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত নগেন্দ্রনাথ ঢালি পুত্র, অরুণ ঢালিকে(৫২)   হুমকি-ধামকি , ও মারধরের অভিযোগ
পাওয়া গেছে কুরিয়ান আর একই এলাকার শেখর চেয়ারম্যান ও সুনীল বড়াই পিতা বরদাকান্ত বাড়াই ,বিরুদ্ধে ।বিভিন্ন সময় অসময় নির্বাচনকে কেন্দ্র করে, অকথ্য ভাষায় গালাগাল, মন্দ ,হুমকি-ধামকি, দিয়ে আসছে সুনীল বড়াই। অরুণ ঢালি আটঘর কুড়িয়ানা স্বতন্ত্র প্রার্থী মিঠুন হালদার কর্ক্ষে নিয়ে  নির্বাচনের প্রচার-প্রচারণা করায় গণসংযোগকালে একপর্যায়ে সুনীল বড়াই ও শেখর চেয়ারম্যানের  লোকজন মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করে। একপর্যায়ে এলাকার লোকজন এসে সমঝোতার মাধ্যমে সমাধান দেন।অরুণ ঢালি আদমকাঠী সুদেপ চায়ের ,দোকানে চা খাওয়ার কেন্দ্র করে প্রচার প্রচারণার করার সময় পূর্ব শত্রুতার জের ধরে সুনীল বড়াই , লোকজন হুমকি-ধামকি দেন। এমনকি একপর্যায়ে বলেন তোকে  দা দিয়ে হাত পা  কেটে ফেলবো। ৩/৪/২৯২১সুনীল বড়াই লোকজন নিয়ে তাদের উপর হামলা করেন। অরুণ ঢালি বলেন , আমাকে গালাগালি করলে একপর্যায়ে আমি প্রতিবাদ করি, তখন সুনীল বড়াই সে আমাকে কিল-ঘুসি ও চাকু নিয়ে আমাকে হাতের কব্জি  কেটে দিবে? একপর্যায়ে লোকজন এসে সালিশের মাধ্যমে বসিয়ে দেন। এবং বিভিন্ন সেবা আমাকে হুমকি ধামকি দিয়ে আসছেন, সুনীল বড়াই ও চেয়ারম্যানের লোকজন আমাকে খুনের জখমের ভয়-ভীতি দেন। এবং আমাদের এলাকায় অনেকেই জানেন, লিটন হালদার ,চিরন্তন পাইক, কৃষ্ণকান্ত ও আরো আরো অনেকেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি নেছারাবাদ থানা পিরিজপুর সুনিল পাল এর বিরুদ্ধে একটা জিডি করি’ জিডি নং ১৮৩ ।
আমি অনেক দূর চিন্তা ও ভয়-ভীতি আমি বাসা থেকে বের হতে পারছি না  আমি আইনের প্রতি সহয়তা পাইতে পারি তাহার সুব্যবস্থা করুন বলে আমি প্রশাসনের প্রতি আস্থাশীল।
এদিকে আটঘর কুড়িয়ানা লোকজন বলেন ,অরুণ ঢালি শুধু একা নয় বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও খুনের ভয়-ভীতি  করে দিয়ে আসছে।সন্ত্রাসী মাদকদ্রব্য , বাল্যবিবাহ ইভটিজিংসহ নানা অপরাধে জড়িত , খারাপ কাজের সঙ্গ দিচ্ছে বর্তমানের শেখর চেয়ারম্যান।বিভিন্ন কারণে অকারণে আটঘর কুড়িয়ানা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মিঠুন হালদার এগিয়ে যাবার সূত্র ধরে বিভিন্ন লোকজনের কে মারধর হুমকি-ধামকি দিয়ে আসছে এমনটাই অভিযোগ করছেন মিঠুন হালদার।
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন এর বেড়েই চলছে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা মাদক কারবারি অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া জনমনে আতঙ্ক তাড়া করে ফিরছে সকাল থেকে মধ্যরাত অবধি এইসব সন্ত্রাসীরাও ইউনিয়নের বিভিন্ন স্থানে তাদের আনাগোনা খবর পাওয়া গেছে প্রশ্ন উঠছে? কে কারা বহিরাগত সন্ত্রাসী ও মাদক কারবারীদের আনাগোনা চলছে এমনকি বর্তমান চেহারা মানসিক অত্যাচারের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন যদি আবার নির্বাচিত হতে পারলে আমাদের থাকা বড় মুশকিল।এইসব দোকানদারকে  এই এলাকার সন্ত্রাসী মাদক, কারবারীদের আনাগোনা জনমনে আতঙ্ক বিরাজ করছে, বলেই জানিয়েছেন সংবাদকর্মী কে । এলাকার প্রশ্নবিদ্ধ বলেন? আওয়ামী লীগেরঅপকর্মে লিপ্ত থাকা সেখানে চক্রের বেড়েই চলছে।বিভিন্ন ধরনের ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন এমনকি শেখর চেয়ারম্যান প্রোগ্রাম স্টেজে বলেন আস্তে, প্রশাসন যদি নৌকা ছাড়া বিরোধী করলে তাদের চাকরি থাকবে না? এমনটাই হুমকি দেন শেখর চেয়ারম্যান। এমনকি প্রশাসন নিয়েই শেকর চেয়ারম্যান গেম খেলা শুরু করতে চান আসল রহস্য প্রশাসক জানতে পারেন ইতিমধ্যে।যেখানে নির্বাচন স্থগিত রাখার পরেও শেখর চেয়ারম্যান  প্রচার-প্রচারণা করে দিন রাত পর্যন্ত এমনটাই অভিযোগ পাওয়া গেছে।সে করছি আরমান কথায় কথায় বলেন পুলিশ যদি স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কায় কোন সাপোর্ট সহযোগিতা  করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এমনটা লোকজনের কাছে বলেন। এমনকি সে  রামরাজত্ব করেই আসছেন আটঘর কুড়িয়ানা, শুধু তাই নয়প্রকাশ করার জন্য চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় নেতা-কর্মী বলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেখানে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় অবিরাম গতিতে এগিয়ে চলছে সকল প্রকার অপরাধের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান থাকার কারণে আটঘর কুড়িয়ানা কি এমন শক্তি সন্ত্রাস মাদক  দিন‌ দিন বেড়েই চলছে এমনকি শেখর চেয়ারম্যানের নেতৃত্বে আটঘর কুড়িয়ানা লোকজন অতিষ্ঠ হয়ে গেছে এমনটা সূত্র বলেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মিঠুন হালদার। এমনকি অভিযোগে বলেন আওয়ামী লীগের প্রতীক নৌকা পেয়ে,একের পর এক অপকর্ম চালিয়ে আসছে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে তারা এলাকায় ছাত্র যুব সমাজকেগড়ে ওঠা চক্রটি আমাকে ক্ষতিগ্রস্থ করে চলছে।আমি কুড়িয়ানা জনপ্রিয়তা হয়ে ওঠার কারণে সে লোকজনকে নিয়ে আমার ওপর একের পর এক হামলা করে আসছে শুধু তাই নয় এমনকি এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষের মাঝে বয় বয় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে তারা সে রামরাজ্য কায়েমের অপচেষ্টা চালিয়ে আসছে।নারী পুরুষকে হুমকি-ধমকি দিয়ে বলেন তোরা যদি নৌকার বিরুদ্ধে জাস্ট তোদেরকে বাড়িছাড়া করব এর আমি মারবো ভাতে মারবো-পানিতে মারবো। আটঘর কুড়িয়ানা এলাকাবাসীর বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই  বাঁচতে চাই কোন হুমকির মুখে থাকতে চাই না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন













© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana