মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। মুজিববর্ষ উপলক্ষে আশ্রণের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানে বুধবার (২২মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সুবিধাভোগীদের ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়।
এর পরই এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ১৬৬টি পরিবারকে ২লাখ ৮৪হাজার ৫০০শত টাকা ব্যায়ে ২কক্ষ বিশিষ্ট টিনশেট সেমি পাকা ঘরের চাবি এবং কবুলিয়ত (দলিল) হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা এবং সুবিধাগোভীরা। এর পূর্বে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে এক আনন্দ র্যলি বের করা হয়।