মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
ওটিটিতে পাঠানের মুক্তির পর ক্ষুব্ধ ভক্তরা

ওটিটিতে পাঠানের মুক্তির পর ক্ষুব্ধ ভক্তরা

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ বক্স অফিসে সাফল্যের পর বুধবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে।

ওটিটিতে মুক্তির ফলে ছবিটির কিছু দৃশ্য যোগ এবং বাদ দেওয়া হয়েছে। সিনেমাটির থিয়েট্রিকাল সংস্করণে যা আসেনি, ডিজিটাল সংস্করণে তা যুক্ত করা হয়েছে । এর মধ্যে  শাহরুখ খানের চরিত্রটি রাশিয়ানদের দ্বারা নির্যাতিত হওয়া এবং জেওসিআর অফিসে প্রবেশের দৃশ্যের মতো কয়েকটি দৃশ্য রয়েছে।

দীপিকার চরিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটাও থিয়েটার সংস্করণ থেকে বাদ দেওয়া হয়েছে। আর এগুলো দেখে হতাশ হয়েছেন পাঠানের ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন ভক্ত বর্ধিত সংস্করণটির জন্য ফায়ার ইমোজি দিয়ে টুইট করেছেন। তিনি লিখেন, প্রথমত দৃশ্যগুলো বাদ দেওয়া উচিত হয়নি।’ছোট পর্দায় আবার পাঠান দেখতে অনেক আনন্দের বলে প্রকাশ করেছেন তিনি।

আরেকজন লিখেছেন,‘পাঠান যখন জেওসিআর অফিসে ফিরে আসে সেই দৃশ্যটি রক্তাক্ত ছিল।এটা কেন বাদ দেওয়া হয়েছে জানি না। এছাড়াও তারা জিমের ল্যাবে প্রবেশ করার পরিকল্পনা তৈরি করে। পুরো ল্যাবে যাওয়ার দৃশ্যে যোগ করা যেতে পারত।’

অনেক দর্শক বড় পর্দায় এসব দৃশ্য দেখতে না পেরে হতাশ হয়েছেন।

এদিকে, ‘পাঠান’ এর সাফল্যের পর,  শাহরুখ খান বর্তমানে অ্যাটলির ‘জওয়ান’ এর শুটিং করছেন। জানা গেছে, সঞ্জয় দত্ত মঙ্গলবার কিছু সিকোয়েন্সের জন্য শুটিংয়ে যোগ দিয়েছেন। ছবিতে সঞ্জয়কে প্রভাবশালী চেহারায় দেখা যাবে।

দীপিকা ‘পাঠান’এর পরে শাহরুখ খানের সাথে আবার জুটি বাঁধছেন এবং ‘জওয়ান’ এ একটি ক্যামিও করবেন। অভিনেত্রী ২৬ ও ২৭ মার্চ খানের সঙ্গে শুটিং করবেন বলে জানা গেছে।

সূত্র-টাইমস অফ ইন্ডিয়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana