শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাসুদ রানা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ রানা উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃতঃ মোফাজ্জেল হাওলাদারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার ২নং নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী সিকদার বাড়ী সংলগ্ন সড়কে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সময় মাসুদ রানাকে আটক করা হয়। আটকের পরে তার দেহ তল্লাশি করে ২৫পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী মাসুদ রানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। জিজ্ঞাসা শেষে রবিবার তাকে পিরোজপুর আলাদতে সোপর্দ করা হয়েছে।