কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকালে (১৪ জুন) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন,চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ সহ মোট তিনটি ইউনিয়ন থেকে ৪২ জন প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।