বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাধ্যমিক পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট বিদ্যালয়ের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট বিদ্যালয়ের শিক্ষক শকিকুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে মেয়েদের ফুটবল খেলার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। এতে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফাইনেলে উঠে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
৫০তম ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে। সকল ইভেন্ট শেষে আগামী ১৩ সেপ্টেম্বর পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।